ভুয়া এমবিবিএস ডাক্তার পরিচয়ে চিকিৎসা, ভ্রাম্যমান আদালতে জরিমানা | Daily Chandni Bazar ভুয়া এমবিবিএস ডাক্তার পরিচয়ে চিকিৎসা, ভ্রাম্যমান আদালতে জরিমানা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১২ আগস্ট, ২০২০ ১৯:০৯
ভুয়া এমবিবিএস ডাক্তার পরিচয়ে চিকিৎসা, ভ্রাম্যমান আদালতে জরিমানা
স্বাধীন মাষ্টার আক্কেলপুর প্রতিনিধিঃ

ভুয়া এমবিবিএস ডাক্তার পরিচয়ে চিকিৎসা, ভ্রাম্যমান আদালতে জরিমানা

জয়পুরহাটের আক্কেলপুরে এমবিবিএস ডাক্তার পরিচয়ে চিকিৎসা প্রদান করার অভিযোগে নিসারুল ইসলাম (৩৩) নামের এক ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকালটি (ডিএমএফ) ডাক্তারকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার দুপুরে আক্কেলপুর পৌর এলাকার ডিজিটাল ডায়াগনষ্টিক সেন্টারে এ আদালত পরিচালনা করা হয়। নিসারুল ইসলাম নামের ডিএমএফ চিকিৎসক এর বিরুদ্ধে এমন অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এসএম হাবিবুল হাসান ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন। এসময় উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ খান। উপজেলা নির্বাহী অফিসার এসএম হাবিবুল হাসান বলেন, তিনি নিজেকে বিভিন্নভাবে এমবিবিএস ডাক্তার বলে পরিচয় প্রদান করেন। গ্রামের সাধারণ লোকজন বোঝেন না ডাক্তারদের ডিগ্রী/উপাধি। তিনি ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকালটি (ডিএমএফ) চিকিৎসক হয়েও এমবিবিএস ডাক্তার পরিচয় প্রদান করায় তাকে জরিমানা করা হয়।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন