২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৪২, আক্রান্ত ২৯৯৫ | Daily Chandni Bazar ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৪২, আক্রান্ত ২৯৯৫ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১২ আগস্ট, ২০২০ ১৯:২৪
২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৪২, আক্রান্ত ২৯৯৫
অনলাইন ডেস্ক

২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৪২, আক্রান্ত ২৯৯৫

দেশে করোনাভাইরাসে গেল ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন দুই হাজার ৯৯৫ জন। দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ ৬৬ হাজার ৪৯৮ জনে। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে আরও ৪২ জন মারা গেছেন। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার ৫১৩  জনে। এদিকে ২৪ ঘণ্টায় আরও এক হাজার ১১৭ জন সুস্থ হয়েছেন। এনিয়ে মোট এক লাখ ৫৩ হাজার ৮৯ জন সুস্থ হলেন।

আজ বুধবার দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সারাদেশে মোট ৮৬টি পরীক্ষাগারে করোনার নমুনা পরীক্ষা করা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৭৫১টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩ লাখ ২ হাজার ৭৩৯টি। গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন