আজকের করোনা ও বগুড়া পরিস্থিতি | Daily Chandni Bazar আজকের করোনা ও বগুড়া পরিস্থিতি | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২০ ১৩:২৪
আজকের করোনা ও বগুড়া পরিস্থিতি
অনলাইন ডেস্ক

আজকের করোনা ও বগুড়া পরিস্থিতি

বগুড়ার আপডেট- ১৩-০৮-২০২০ এ ৩২৪নমুনার ফলাফলে ৭২ জন শনাক্ত।।

★ বগুড়ায় নতুন করে ৭২জন করোনায় শনাক্ত। এদের মধ্যে পুরুষ- ৪১জন, নারী- ২৩জন ও শিশু ৮জন।

★ উপজেলাভিত্তিক- সদর ৫৭জন, শেরপুর ৭জন, সোনাতলা ৬জন এবং শিবগঞ্জ ২জন করোনায় আক্রান্ত হয়েছেন।

★ বয়সভিত্তিক বিশ্লেষণে - শিশু-৮জন, ১৮-৪০ বছরের মধ্যে ২৭জন, ৪১-৫০ বছরের মধ্যে ২২জন, ৫১-৭০ বছরের মধ্যে ১৪জন এবং ৭০ বছরের উপরে একজন।

★ এদের মধ্যে শজিমেকের ২৮২নমুনা পরীক্ষার ফলাফলে ৬৪জন পজিটিভ এবং টিএমএসএস এ ৪২নমুনা পরীক্ষার ফলাফলে ৮জন পজিটিভ।

★ নমুনা সংগ্রহ- ৪৫৪

★ এই নিয়ে বগুড়ায় মোট আক্রান্ত- ৫৫৮৭
মোট সুস্থ- ৪৪৩৮(নতুন ৫১)
মোট মৃত্যু- ১২৪(নতুন ২)
এখন করোনা রোগী আছে- ১০২৫
সূত্র- ডা. ফারজানুল ইসলাম, সিভিল সার্জন অফিস, বগুড়া।