বগুড়া জেলা আওয়ামী লীগ নেতা মোহন করোনায় আক্রান্ত | Daily Chandni Bazar বগুড়া জেলা আওয়ামী লীগ নেতা মোহন করোনায় আক্রান্ত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২০ ২৩:৪০
বগুড়া জেলা আওয়ামী লীগ নেতা মোহন করোনায় আক্রান্ত
ষ্টাফ রিপোর্টার

বগুড়া জেলা আওয়ামী লীগ নেতা
মোহন করোনায় আক্রান্ত

বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মোহন করোনায় আক্রান্ত হয়েছেন। গত ১৩ আগস্ট নমুনা দিয়ে ১৪ আগস্ট তিনি পজিটিভ হন। পজিটিভ হওয়ার পর থেকে তিনি নিজবাড়িতে আইসোলেশনে রয়েছেন। এদিকে তার সুস্থতা কামনা করে বিবৃতি প্রদান করেছেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু ও সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। নেতৃবৃন্দ সকলের নিকট তার জন্য দোয়া প্রার্থনা করেন। বগুড়া জেলা আওয়ামী লীগের সাবেক উপ-দপ্তর সম্পাদক মাশরাফী হিরো করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। 

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন