![logo](https://dailychandnibazar.com.bd/assets/importent_images/logo.png)
জাতির পিতা বঙ্গন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষে সারাদেশে এক কোটি বৃক্ষের চারা রোপন কর্মসূচির অংশ হিসাবে জয়পুরহাট পৌর এলাকায় বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৬ আগস্ট) সকালে বুলুপাড়া এলাকায় বৃক্ষ রোপনের উদ্বোধন করেন পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক। এসময় মেয়র মোস্তাক বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বনজ, ফলদ এবং ওষুধি এই তিন ধরনের গাছ দেশব্যাপী রোপণ করার যে ঘোষণা দিয়েছেন, তা বাস্তবায়নে প্রতিটি নেতাকর্মীর পবিত্র দায়িত্ব।
এরই অংশ হিসেবে আজ থেকে পৌরসভার আওতাভূক্ত এলাকায় এক হাজার গাছের চারা রোপণ করা হবে। তিনি আরো বলেন, বাংলাদেশ ভৌগোলিক কারণেই প্রাকৃতিক দুর্যোগ কবলিত একটি দেশ। বৈশ্বিক এই দুর্যোগকে মোকাবেলার জন্য আমাদের সবাইকে বেশি বেশি গাছ লাগানো প্রয়োজন। বৃক্ষরোপণ কর্মসূচিতে জেলা আওয়ামী লীগের সহ সভাপতি গোলাম হাক্কানী, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাসুদ রেজা, সাধারণ সম্পাদক খোরশেদ আলম সৈকত, পৌর কাউন্সিলর মুক্তারাম দাস, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মামুনুর রশীদ মামুন, পৌরসভার সচিব এটিএম মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।
দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন