বগুড়ার আপডেট- ১৬-০৮-২০২০ এ ২৬৩নমুনার ফলাফলে ৯০ জন শনাক্ত।। আক্রান্তের হার- ৩৪.২২%
★ বগুড়ায় নতুন করে ৯০জন করোনায় শনাক্ত। এদের মধ্যে পুরুষ- ৬০জন, নারী- ২৭জন ও শিশু ৩জন।
★ উপজেলাভিত্তিক তথ্য সিভিল সার্জন অফিস পরে জানাতে চেয়েছে। আমরা পেলেই যোগ করে দিবো।
★ বয়সভিত্তিক বিশ্লেষণে - শিশু-৩জন, ১৮-৪০ বছরের মধ্যে ৩৭জন, ৪১-৫০ বছরের মধ্যে ২০জন, ৫১-৭০ বছরের মধ্যে ২৮জন এবং ৭০ বছরের উপরে ২জন।
★ এদের মধ্যে শজিমেকের ২০০নমুনা পরীক্ষার ফলাফলে ৫৫জন পজিটিভ এবং টিএমএসএস এ ৬৩নমুনা পরীক্ষার ফলাফলে ৩৫জন পজিটিভ।
★ নমুনা সংগ্রহ- ৫৩৭
★ এই নিয়ে বগুড়ায় মোট আক্রান্ত- ৫৮৩২
মোট সুস্থ- ৪৫৯৬(নতুন ৫০)
মোট মৃত্যু- ১৩৩(নতুন ২)
এখন করোনা রোগী আছে- ১১০৩
সূত্র- ডা. ফারজানুল ইসলাম, সিভিল সার্জন অফিস, বগুড়া।