বগুড়ার আপডেট- ১৮-০৮-২০২০ এ ২০২নমুনার ফলাফলে ৪২ জন শনাক্ত।। আক্রান্তের হার- ২০.৭৯%
★ বগুড়ায় নতুন করে ৪২জন করোনায় শনাক্ত। এদের মধ্যে পুরুষ- ২৪জন, নারী- ১৫জন ও শিশু ৩জন।
★ উপজেলাভিত্তিক- সদর ২৯জন, শাজাহানপুর ৯জন, কাহালু ৩জন, নন্দীগ্রামে একজন করে করোনায় আক্রান্ত হয়েছেন।
★ বয়সভিত্তিক বিশ্লেষণে - শিশু-৩জন, ১৮-৪০ বছরের মধ্যে ১৮জন, ৪১-৫০ বছরের মধ্যে ১১জন, ৫১-৭০ বছরের মধ্যে ৮জন এবং ৭০ বছরের উপরে দুইজন।
★ এদের মধ্যে শজিমেকের ১৯৬নমুনা পরীক্ষার ফলাফলে ৪০জন পজিটিভ এবং টিএমএসএস এ ৬ নমুনা পরীক্ষার ফলাফলে ২জন পজিটিভ।
★ নমুনা সংগ্রহ- ৩৮০
★ এই নিয়ে বগুড়ায় মোট আক্রান্ত- ৫৯৩৯
মোট সুস্থ- ৪৭৯৭নতুন ৯২)
মোট মৃত্যু- ১৩৪(নতুন ১)
এখন করোনা রোগী আছে- ১০০৮
সূত্র- ডা. ফারজানুল ইসলাম, সিভিল সার্জন অফিস, বগুড়া।