জয়পুরহাটে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারী সদস্যদের মাঝে মাস্ক, গাছের চারা ও উন্নত জাতের সবজি বীজ বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা পামডো। বুধবার দুপুরে জেলার পাঁচবিবি উপজেলার উত্তর ধুরইল গ্রামে পামডো’র ৫ হাজার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারী সদস্যদের মধ্যে ‘বাড়ির আঙিনায় শাকসবজি চাষ’ কর্মসূচির আওতায় গাছের চারা, বীজ ও করোনা প্রতিরোধে মাস্ক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পামডো’র প্রধান নির্বাহী কর্মকর্তা হৈমন্তী সরকার। প্রাকৃতিক দুর্যোগ ও করোনার প্রাদুর্ভাবে সৃষ্টি হওয়া সংকট মোকাবিলায় খাদ্য, পুষ্টি ও বাড়তি আয়ের সুযোগ সৃষ্টির লক্ষ্যে জেলার পাঁচবিবি উপজেলার ২১ টি গ্রামের প্রায় ৫ হাজার নারী সদস্যদের মাঝে গাছের চারা, বীজ বিতরণ ছাড়াও করোনা প্রতিরোধে মাস্ক বিতরণ করবে সংস্থাটি।
পামডো’র প্রধান নির্বাহী কর্মকর্তা হৈমন্তী সরকার বলেন, পামডো’র ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারী সদস্যরা যেন তাদের বাড়ির আশেপাশের খালি জায়গায় শাক-সবজি চাষ করে অন্তত নিজের খাদ্য চাহিদার পাশাপাশি বিক্রি করে কিছু অর্থ উপার্জন করতে পারেন সে উদ্দেশ্যে এসব বীজ, ও গাছের চারা বিতরণ করা হচ্ছে। এছাড়া করোনা প্রতিরোধে মাস্ক বিতরণ করা হবে বলেও জানান তিনি।
দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন