শেরপুরে কৃষক লীগের উদ্যোগে চারা গাছ বিতরণ | Daily Chandni Bazar শেরপুরে কৃষক লীগের উদ্যোগে চারা গাছ বিতরণ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২০ ২২:৫২
শেরপুরে কৃষক লীগের উদ্যোগে চারা গাছ বিতরণ
শেরপুর(বগুড়া)প্রতিনিধিঃ

শেরপুরে কৃষক লীগের উদ্যোগে চারা গাছ বিতরণ

বগুড়ার শেরপুরে উপজেলা কৃষক লীগের উদ্যোগে চারা গাছ বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার (১৯আগষ্ট) শেরপুর শহিদিয়া আলিয়া মাদ্রাসা প্রাঙ্গনে বিভিন্ন জাতের প্রায় এক হাজার চারা গাছ বিতরণ করা হয়। উপজেলার দশটি ইউনিয়নের মানুষজনের মধ্যে এই চারা গাছ বিতরণ করা হয়েছে। উক্ত বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া-৫ আসনের (শেরপুর-ধুনট) জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মো: হাবিবর রহমান। উক্ত বিতরণ কার্যক্রমে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শেরপুর উপজেলা আওয়ামী লীগের সা: সম্পাদক আহসান হাবিব আম্বিয়া, শেরপুর উপজেলা ভাইস চেয়ারম্যান শাহজামাল সিরাজী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুন্সি সাইফুল বারী ডাবলু, উপজেলা কৃষক লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সা: সম্পাদক আইয়ুব খান, যুগ্ম সা: সম্পাদক গোলাম মোস্তফা লিটন ও বিভিন্ন ইউনিয়নের কৃষক লীগ, যুবলীগ সহ নেতৃবৃন্দ।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন