বগুড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩২ হাজার টাকা জরিমানা | Daily Chandni Bazar বগুড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩২ হাজার টাকা জরিমানা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২০ ২২:৩৬
বগুড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩২ হাজার টাকা জরিমানা
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় ভ্রাম্যমান আদালতের
অভিযানে ৩২ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ১৯টি মামলায় ৩২ হাজার ৮০০ টাকা জরিমানা দণ্ড প্রদান করেছে। মঙ্গলবার এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। বগুড়া জেলা প্রশাসন সুত্রে জানা যায়, ভ্রাম্যমান আদালত চলাকালে লাইসেন্স ও হেলমেট বিহীন এবং ফিটনেস ও ট্যাক্স টোকেন বিহীন অবস্থায় মোটরযান চালানোর অপরাধে ১১ টি মামলায় ২৫ হাজার ২০০ টাকা জরিমানা করেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রট জনাব মারুফ আফজাল রাজন ও ফেরদৌস আরা।

লাইসেন্স বিহীন ব্যবসা পরিচালনার অপরাধে ৩ টি মামলায় ৩ টি ব্যবসা প্রতিষ্ঠান কে ৫ হাজার ৬০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাসনিমুজ্জামান। এছাড়া মাস্ক না পরার অপরাধে ৫ টি মামলায় ২০ জনকে ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছিম রেজা। জেলা শহরের বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন