প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২০ ২৩:০০
ধুনটের ভান্ডারবাড়ী ইউনিয়নে বিট
পুলিশিং কার্যালয়ের উদ্বোধন
ধুনট (বগুড়া) প্রতিনিধি:
বিকেলে বগুড়ার ধুনটে ভান্ডারবাড়ী ইউনিয়ন পরিষদে বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধনকরেন ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা।
বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়ন পরিষদে বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। গত সোমবার বিকেলে প্রধান অতিথি হিসেবে কার্যালয়ের উদ্বোধন করেন ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা। ভান্ডারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুল করিম আপেলের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন ধুনট থানার অফিসার ইনচার্জ (তদন্ত) কামরুজ্জামান, বিট পুলিশিং অফিসার এসআই আব্দুল আজিজ, ইউপি সচিব ফরহাদ হোসেন, ইউপি সদস্য আব্দুল আলিম, সাইফুল ইসলাম, শরীফা খাতুন প্রমূখ।
দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন