![logo](https://dailychandnibazar.com.bd/assets/importent_images/logo.png)
বগুড়ায় বুধবার নতুন করে ৪৫ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এই নিয়ে বগুড়ায় মোট আক্রান্ত হলো ৬ হাজার ৩৯১ জন। মোট সুস্থ হয়েছে ৫ হাজার ৩০৪ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে নতুন ৬৪ জন। আর মোট মৃত্যু হয়েছে ১৪৯ জনের। নতুন করে মারা গেছেন ১ জন।
বগুড়া সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. ফারজানুল ইসলাম জানান, জেলায় নতুন করে আক্রান্ত হয়েছে ৪৫ জন। নতুন আক্রান্তদের মধ্যে পুরুষ রয়েছে ২৭জন, নারী ১৫জন ও শিশু ৩জন রয়েছে। বগুড়া সদর উপজেলার ৪০ জন, শাজাহানপুর ২জন, গাবতলী, দুপচাঁচিয়া এবং শিবগঞ্জে উপজেলায় ১ জন করে করোনায় আক্রান্ত হয়েছেন। বয়সভিত্তিক বিশ্লেষণে শিশু-৩জন, ১৮-৪০ বছরের মধ্যে ১৮জন, ৪১-৫০ বছরের মধ্যে ১০ জন, ৫১-৭০ বছরের মধ্যে ১২ জন এবং ৭০ বছরের উপরে ২জন। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে (শজিমেক) ২৯০ নমুনা পরীক্ষার ফলাফলে ৩৬জন পজিটিভ এবং টিএমএসএস এ ২২ নমুনা পরীক্ষার ফলাফলে ৯জন পজিটিভ।
দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন