![logo](https://dailychandnibazar.com.bd/assets/importent_images/logo.png)
বগুড়ার নন্দীগ্রামে ২১ আগস্ট গ্রেনেড হামলার কর্মসূচি শেষে ফেরার পথে সন্ত্রাসী হামলায় ছাত্রলীগ ও তাঁতী লীগের ৫ জন নেতাকর্মী আহত হওয়ার ঘটনায় দায়েরকৃত মামলায় আসামীদের পক্ষ নিয়ে উপজেলা চেয়ারম্যান ও তার সহযোগীরা বিবৃতি দেওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন হয়েছে। এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ হামলাকারিদের পৃষ্টপোষক দাবি করে নানা অভিযোগ করে ছাত্রলীগ নেতারা। চেয়ারম্যানের কুশপুত্তালিকা দাহসহ প্রতিবাদ সভা আহবান করেছে ছাত্রলীগ।
গতকাল বুধবার দুপুরে স্থানীয় বাসস্ট্যান্ডে দলীয় কার্যালয়ে লিখিত বক্তব্যে পৌর ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান বলেন, হামলাকারি ও মামলার অন্যতম আসামী কুখ্যাত ডাকাত সর্দার বুলু মিয়াসহ সন্ত্রাসীদের পক্ষে অবস্থান নিয়ে প্রকৃত ঘটনা আড়াল করতে বিভ্রান্ত ছড়াচ্ছেন উপজেলা চেয়ারম্যান জিন্নাহ। তার নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগের নাম ভাঙিয়ে কুখ্যাত ডাকাত বুলু মিয়া ও বারুহাসের শফিক ইতিপূর্বে উপজেলা পরিষদ ভাঙচুর মামলার নামে নিরীহ লোকজনের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে।
উপজেলা চেয়ারম্যান জিন্নাহ বিবৃতি দিয়ে প্রমাণ করেছে,ছাত্রলীগ নেতাকর্মীদের হামলার পেছনে প্রত্যক্ষভাবে মদদ দিয়েছে। এছাড়া চেয়ারম্যান জিন্নাহ ইয়াবা,গাঁজা,মাদকসেবী ও সন্ত্রাসীদের পৃষ্টপোষকতা করে নন্দীগ্রাম উপজেলায় ত্রাসের রাজত্ব কায়েম করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর ছাত্রলীগ নেতা যথাক্রমে আবু তৌহিদ রাজিব, জান্নাতুল বাকী জয়েস, আরেফিন আল লাইল, রিপন আহমেদ, আল জাহিদ, আকাশ সহ স্থানীয় নেতাকর্মী।
দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন