![logo](https://dailychandnibazar.com.bd/assets/importent_images/logo.png)
বগুড়ার আপডেট- ২৬-০৮-২০২০ এ ২০৭ নমুনার ফলাফলে ৬১ জন শনাক্ত।। আক্রান্তের হার- ২৯.৪৬%
★ বগুড়ায় নতুন করে ৬১জন করোনায় শনাক্ত। এদের মধ্যে পুরুষ- ৪৪জন, নারী- ১৪জন ও শিশু ৩জন।
★ উপজেলাভিত্তিক- সদর উপজেলার ৫৭জন। অন্যান্য উপজেলার মধ্যে- সারিয়াকান্দি ২, কাহালু ও শিবগঞ্জ একজন করে নতুন করোনায় আক্রান্ত হয়েছেন।
★ বয়সভিত্তিক বিশ্লেষণে - শিশু-৩জন, ১৮-৪০ বছরের মধ্যে ৩১জন, ৪১-৫০ বছরের মধ্যে ১৫জন, ৫১-৭০ বছরের মধ্যে ১১জন এবং ৭০ বছরের উপরে একজন।
★ এদের মধ্যে শজিমেকের ১৯১নমুনা পরীক্ষার ফলাফলে ৫৬জন পজিটিভ এবং টিএমএসএস এ ১৬নমুনা পরীক্ষার ফলাফলে ৫জন পজিটিভ।
★ নমুনা সংগ্রহ- ৩২২
★ এই নিয়ে বগুড়ায় মোট আক্রান্ত- ৬৪৫২
মোট সুস্থ- ৫৩৯১(নতুন ৪৭)
মোট মৃত্যু- ১৫০(নতুন ১)
এখন করোনা রোগী আছে- ৯৫১
সূত্র- ডা. ফারজানুল ইসলাম, সিভিল সার্জন অফিস, বগুড়া।