বগুড়ায় ভ্রাম্যমান আদালত অভিযানে ৩১ হাজার ৬০০ টাকা জরিমানা | Daily Chandni Bazar বগুড়ায় ভ্রাম্যমান আদালত অভিযানে ৩১ হাজার ৬০০ টাকা জরিমানা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৭ আগস্ট, ২০২০ ২৩:০০
বগুড়ায় ভ্রাম্যমান আদালত অভিযানে ৩১ হাজার ৬০০ টাকা জরিমানা
অনলাইন ডেস্ক

বগুড়ায় ভ্রাম্যমান আদালত অভিযানে
৩১ হাজার ৬০০ টাকা জরিমানা

বগুড়ায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৩১ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। অভিযানকালে দুইজনকে মাদক সেবনের দায়ে ৬ মাসের জেল ও জরিমানা, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে দুটি ফার্মেসির জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার বগুড়া জেলা শহরের বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।বগুড়া জেলা প্রশাসন থেকে জানানো হযেছে, বৃহস্পতিবার ৫টি ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এতে মামলা দায়ের হয় ১২টি। অভিযানে দুই মাদকসেবীকে মাদকসেবনের দায়ে ৬ মাসের জেল ও ১ হাজার ৬০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: নাছিম রেজা। লাইসেন্স বিহীন (সিমেন্ট, রডের) ব্যবসা পরিচালনার অপরাধে ৩ টি মামলায় শাজাহানপুরের ৩ টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: তাসনিমুজ্জামান ও পাপিয়া সুলতানা। এছাড়া মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করার দায়ে ২ টি ফার্মেসি কে ১৬ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম চৌধুরী ও রোমানা রিয়াজ।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন