স্কুল শিক্ষিকাকে ধর্ষণের মামলায় যুবক গ্রেপ্তার | Daily Chandni Bazar স্কুল শিক্ষিকাকে ধর্ষণের মামলায় যুবক গ্রেপ্তার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৭ আগস্ট, ২০২০ ২৩:১৮
স্কুল শিক্ষিকাকে ধর্ষণের মামলায় যুবক গ্রেপ্তার
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি

স্কুল শিক্ষিকাকে ধর্ষণের মামলায় যুবক গ্রেপ্তার

জয়পুরহাটের পাঁচবিবিতে প্রাইমারী স্কুলের সহকারি শিক্ষিকা নিলুফা আক্তার (২৯) কে ধর্ষণের অভিযোগে মাফি নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত যুবক উপজেলার শুকুরমূহী গ্রামের মোতরাজ আলীর ছেলে। বৃহস্পতিবার সকালে উপজেলার শালাইপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।মামলা সুত্রে জানা যায়, শুকুরমূহী গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাকুরি করাকালিন মাফির সাথে পরিচয়ের এক পর্যায়ে স্কুল শিক্ষিকা নিলুফাকে মোবাইল ফোনে ডেকে নিয়ে মাফি জোড় পূর্বক ধর্ষণ করে। এরপর ভয়ভীতি দেখিয়ে বেশ কয়েকবার ধর্ষণের ফলে নিলুফা সাত মাসের অন্তস্বত্তা হয়ে পড়ে।

পাঁচবিবি থানার উপ-পরিদর্শক মামলার তদন্তকারী কর্মকর্তা হাফিজ জানান, গত ২২ আগস্ট ওই শিক্ষিকা বাদি হয়ে ৬ জনকে আসামি করে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। যার মামলা নং-৩২/৩৯৬। মামলার পর থেকে আসামিরা পালাতক ছিলো। বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে মামলার প্রধান আসামি মাফিকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন