![logo](https://dailychandnibazar.com.bd/assets/importent_images/logo.png)
ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তরুনীদের নগ্ন ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অনলাইনে ব্ল্যাকমেইল করে টাকা হাতিয়ে নেওয়ার প্রতারক চক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার রাতে শহরের রেল স্টেশন এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃত যুবকরা হলেন, সদর উপজেলার আরামনগর কবিরাজ পাড়ার দেলোয়ার হোসেনের ছেলে আতিকুর রহমান রাহি (১৯) ও ক্ষেতলাল উপজেলার ইকরগাড়া গ্রামের আজাদ হোসেনের ছেলে রনি (২০)।
জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম.এম মোহাইমেনুর রশিদ জানান, এক তরুনীর অন্তরঙ্গ মুহুর্তের দুটি ছবি ও তার কিছু টিকটক ভিডিও এডিটিং করে ফেসবুকে প্রকাশের হুমকি দিয়ে টাকা আদায় ও অনৈতিক কাজের প্রস্তাব দিয়ে আসছিলো এ চক্রটি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উঠতি বয়সের তরুণ-তরুণীদের সংশ্লিষ্টতায় তারা বিভিন্ন ফেসবুক মেসেঞ্জার গ্রুপের মাধ্যমে এবং নিজস্ব ইউটিউব চ্যানেলে অশ্লীলতা ও নগ্নতা চর্চা করে বিভিন্ন সময় একাধিক তরুণীকে ব্লাকমেইল করার কথা স্বীকার করে।
দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন