ধুনটে পূর্ব শত্রুতার জের ধরে শিক্ষককে কুপিয়ে জখম | Daily Chandni Bazar ধুনটে পূর্ব শত্রুতার জের ধরে শিক্ষককে কুপিয়ে জখম | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৭ আগস্ট, ২০২০ ২৩:২৮
ধুনটে পূর্ব শত্রুতার জের ধরে শিক্ষককে কুপিয়ে জখম
ধুনট (বগুড়া) প্রতিনিধি:

ধুনটে পূর্ব শত্রুতার জের ধরে
শিক্ষককে কুপিয়ে জখম

বগুড়ার ধুনটে পূর্ব শত্রুতার জের ধরে গোলাম মোস্তফা (৩২) নামে এক শিক্ষককে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষরা। ঘটনাটি ঘটেছে উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের চৌকিবাড়ী নয়াপাড়া গ্রামে। প্রতিপক্ষের হামলায় আহত গোলাম মোস্তফা ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এঘটনায় বৃহস্পতিবার (২৭ আগষ্ট) আহত গোলাম মোস্তফার বাবা শাজাহান আলী বাদী হয়ে একই গ্রামের মোজাহার আলীর ছেলে আশরাফ আলী, তার ভাই চাঁন মিয়া, সিদ্দিকুর রহমানের ছেলে রকি বাবু সহ চার জনের বিরুদ্ধে ধুনট থানায় মামলা দায়ের করেছেন।

মামলাসূত্রে জানাগেছে, ধুনট উপজেলার চৌকিবাড়ী নয়াপাড়া গ্রামের শাহজাহান আলীর ছেলে গোলাম মোস্তফা কাজিপুর উপজেলার হাজরাহাটি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক। গত বুধবার (২৬ আগষ্ট) সকাল সাড়ে ৮টায় গোলাম মোস্তাফা তার নিজ বাড়ি থেকে বের হয়ে খাইখালাশী জমির ২ লাখ ৫০ হাজার টাকা নিয়ে কাজিপুর উপজেলার রৌহাবাড়ী গ্রামের জনৈক শফিকুল ইসালামের বাড়িতে যাওয়ার উদ্দ্যেশ্যে রওনা দেয়। পথিমধ্যে চৌকিবাড়ী নয়াপাড়া এলাকায় পৌছালে পূর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের আশরাফ আলী, তার ভাই চাঁন মিয়া ও রকি বাবু ও মোজাহার আলী শেখ সহ তাদের লোকজন ওই শিক্ষক গোলাম মোস্তফার পথরোধ করে। এসময় কথাকাটাকাটির এক পর্যায়ের প্রতিপক্ষরা গোলাম মোস্তফাকে লোহার হাতুরি ও সাবল দিয়ে শরীরের বিভিন্নস্থানে পেটাতে থাকে।

একপর্যায়ে গোলাম মোস্তফাকে লোহার সাবল দিয়ে মাথায় আঘাত করলে সে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে গেলে তার ব্যাগে রক্ষিত ২ লাখ ৫০ হাজার টাকা নিয়ে প্রতিপক্ষরা কৌশলে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয় লোকজন গুরুতর অবস্থায় গোলাম মোস্তফাকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, এক শিক্ষককে কুপিয়ে আহত করার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে এবং আসামীদের দ্রুত গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে। 

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন