বাংলাদেশ পুলিশের কর্ণধার আইজিপির নির্দেশে এবং জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম (বার) এর নেতৃত্বে বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে মানুষের দোড়গোঁড়ায় পুলিশিং সেবা পৌঁছে দিয়ে সারাদেশের মাঝে বগুড়া সদর থানাকে মডেল হিসেবে গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর। সেই সাথে বগুড়া সদরকে অপরাধমুক্ত করতে তিনি সকল জনসাধারণের আন্তরিক সহযোগিতাও কামনা করেছেন।
নুনগোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলীম উদ্দিনের সভাপতিত্বে শুক্রবার বিকেলে বগুড়া সদরের নুনগোলা ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রম বিষয়ক মতবিনিময় সভা ও স্বাস্থ্যবিধি মেনে বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলি বলেন।বিট ইনচার্জ সদর থানার এস.আই আব্দুল গফুরের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর থানার ওসি (অপারেশন এন্ড কমিউনিটি পুলিশিং) হাসান আলী, ইউপি প্যানেল চেয়ারম্যন এসএম বেলাল হোসেন বিজয়, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহিদুর রহমান এবং সাধারণ সম্পাদক বদরুল আলম। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত এস.আই নূর আমিন, সহকারী বিট ইনচার্জ এ.এস.আই মাসুদ রানা, ইউনিয়নের সকল ইউপি সদস্য, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দসহ এলাকার শত শত মানুষ। সভা পরবর্তী বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বগুড়া সদর থানার ওসি হুমায়ুন কবির।
দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন