বগুড়ার নাট্যভিনেতা শ্যামল রায়ের মৃত্যু জোটসহ বিভিন্ন সংগঠনের শোক প্রকাশ | Daily Chandni Bazar বগুড়ার নাট্যভিনেতা শ্যামল রায়ের মৃত্যু জোটসহ বিভিন্ন সংগঠনের শোক প্রকাশ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১ সেপ্টেম্বর, ২০২০ ২৩:৪৪
বগুড়ার নাট্যভিনেতা শ্যামল রায়ের মৃত্যু জোটসহ বিভিন্ন সংগঠনের শোক প্রকাশ
ষ্টাফ রিপোর্টার

বগুড়ার নাট্যভিনেতা শ্যামল রায়ের মৃত্যু
জোটসহ বিভিন্ন সংগঠনের শোক প্রকাশ

বগুড়া নান্দনিক নাট্যদলের উপদেষ্টা ও নাট্যভিনেতা শ্যামল রায় (বলদেব) হৃদযন্ত্রের ক্রিয়াবন্ধ হয়ে মারা গেছেন। সোমবার ভোর রাতে বগুড়া শহরের মালতীনগর বকশিবাজার লেনের নিজের বাড়ি রায় বাড়ি নামক বাসভবনে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। তার মৃত্যুর শেষকৃত্য মালতিনগর শ্মশানে অনুষ্ঠিত হয়। 

তার মৃত্যুতে এক বিবৃতিতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও শোক প্রকাশ করেছেন বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়না, সহ সভাপতি মতিয়ার রহমান, গৌতম দাস, আসাদ হোসেন, আব্দুস সালাম, সহ সাধারণ সম্পাদক বেলাল হোসেন, আলমগীর কবির, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী, কোষাধ্যক্ষ রবিউল আলম অশ্রু, দপ্তর সম্পাদক এইচ আলিম, প্রচার সম্পাদক লুবনা জাহান, নির্বাহী সদস্য আসাদুর রহমান খোকন, প্রবীর মোহন্ত, আব্দুল মোবিন জিন্নাহ, শিরীন সুলতানা, আব্দুল আউয়াল,

বগুড়া নান্দনিক নাট্যদলের সভাপতি তাপস কুমার নিয়োগী, সাধারণ সম্পাদক খলিলুর রহমান চৌধুরী, বগুড়া আনন্দকণ্ঠ সভাপতি এবিএম জিয়াউল হক বাবলা, বগুড়া ইয়ূথ কয়্যারের সভাপতি লায়ন আতিকুর রহমান মিঠু, বাঙময় আবৃত্তি চক্রের সাধারণ সম্পাদক দৌলতুজ্জামান দৌলত, বগুড়া অনুশীলন’৯৫ সাংস্কৃতিক গোষ্ঠির প্রতিষ্ঠাতা সভাপতি প্রকৌশলী মনোয়ারুল ইসলা, বগুড়া নাট্যদলের সভাপতি মির্জা আহছানুল হক দুলাল, শব্দকথন সাহিত্য আসরের নেতৃবৃন্দ সহ বিভিন্ন, সংগঠনের নেতৃবৃন্দ শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে। 

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন