বগুড়ায় নতুন আরো ২৪ জন করোনায় আক্রান্ত | Daily Chandni Bazar বগুড়ায় নতুন আরো ২৪ জন করোনায় আক্রান্ত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২ সেপ্টেম্বর, ২০২০ ১৮:৩৩
বগুড়ায় নতুন আরো ২৪ জন করোনায় আক্রান্ত
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় নতুন আরো ২৪ 
জন করোনায় আক্রান্ত

বগুড়ায় গত ২৪ ঘন্টায় নতুন করে ২৪ জন কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়েছে। এই নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৭৬১ জন এবং বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৯১৩ জন করোনা রোগী।বুধবার বেলা সোয়া ১১ টায় জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ফারজানুল ইসলাম ভিডিও বার্তার মাধ্যমে এসব তথ্য দেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৫২ জন রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৫ হাজার ৬৯২ জন। তবে করোনা আক্রান্ত হয়ে এই আপডেট দেওয়া পর্যন্ত কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। এখন পর্যন্ত জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে মোট ১৫৬ জন।

ডা. ফারজানুল আরো জানান, গত ২৪ ঘণ্টায় নতুন নমুনা সংগ্রহ করা হয়েছে ৩৮৪ টি যার মাঝে পরীক্ষা করা হয়েছে ২৯৩ টি। এর মধ্যে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের আরটিপিসিআর ল্যাবে ২৮২টি পরীক্ষায় ২০ এবং টিএমএসএস মেডিকেল কলেজে ১১টি পরীক্ষায় ৪ জনের রিপোর্ট করোনা পজিটিভ আসে। নতুন আক্রান্তদের মধ্যে পুরুষ ১৬ জন, নারী ৭ জন ও ১ জন শিশু।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন