আত্রাই ইউএনও অফিসের সাটিফিকেট সহকারীর শুদ্ধাচার পুরস্কার লাভ | Daily Chandni Bazar আত্রাই ইউএনও অফিসের সাটিফিকেট সহকারীর শুদ্ধাচার পুরস্কার লাভ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২ সেপ্টেম্বর, ২০২০ ১৮:৪০
আত্রাই ইউএনও অফিসের সাটিফিকেট সহকারীর শুদ্ধাচার পুরস্কার লাভ
আত্রাই সংবাদদাতা:

আত্রাই ইউএনও অফিসের সাটিফিকেট সহকারীর শুদ্ধাচার পুরস্কার লাভ

নওগাঁর আত্রাইয়ে উপজেলা নির্বাহী অফিসের সাটিফিকেট সহকারী মো. এমদাদুল হক উপজেলা পর্যায়ে শুদ্ধাচার পুরস্কার লাভ করেছেন। শুদ্ধাচার পুরস্কার প্রদান নীতিমালা ২০১৭ মোতাবেক তার হাতে পুরস্কার হিসেবে সনদপত্র, ক্রেস্ট ও এক মাসের মূল বেতনের সমপরিমান ২১,৮৬০ টাকা তুলে দেন নওগাঁ জেলা প্রশাসক মো. হারুন-অর-রশীদ। জানাযায়, গত ১১ জুন ২০২০ তারিখে জেলা প্রশাসক স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে ২০১৯-২০ অর্থ বছরে সরকারী কর্মকর্তা-কর্মচারীদের শুদ্ধাচার চর্চায় উৎসাহ প্রদানের লক্ষ্যে শুদ্ধাচার পুরস্কার প্রদান নীতিমালা ২০১৭ আলোকে জেলা ও উপজেলায় কর্মরতদের নাম ঘোষণা করা হয়। এত সোনার বাংলা গড়ার প্রত্যয়ে জাতীয় শুদ্ধাচার কৌসল বাস্তবায়নে গ্রেড ১১ হতে গ্রেড ২০ আওতায় আত্রাই উপজেলা নির্বাহী অফিসের সাটিফিকেট সহকারী মো. এমদাদুল হক গ্রেড ১৬ কে অন্তর্ভুক্ত করা হয়।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন