![logo](https://dailychandnibazar.com.bd/assets/importent_images/logo.png)
নীলফামারীর জলঢাকায় ১০কেজি গাঁজাসহ একটি প্রাইভেট কার ও চালককে আটক করেছে থানা পুলিশ। বুধবার (০২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পেট্টোলপাম্প তিতুমির হোটেলের সামন থেকে ১০ কেজি গাঁজা ও একটি প্রাইভেট কারসহ চালক মোস্তফা ওরফে বিটিশ (২৬)কে আটক করা হয়। আটকৃত চালক লালমনিরহাট জেলা পাটগ্রাম থানার মির্জারকোট কাশিয়ার বাড়ী এলাকার আমির হোসেনের ছেলে।
থানা সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমানের নের্তৃত্বে এসআই নিসার আলী সঙ্গীয় ফোর্স সহ, উক্ত কারটির চালক মোস্তফা ওরফে বিটিশকে পেট্টোলপাম্প তিতুমির হোটেলের সামনে কারের ভিতরে থাকা এনার্জি লাইট সহ বিভিন্ন কোম্পানীর চকলেট এবং গাড়ীর ব্যকডালার ভিতরে মালবাহী স্থানের নিচে সুরঙ্গ করে ৮টি গাঁজার পোটলা যাহার ওজন ১০ কেজি উদ্ধার করে থানায় নিয়ে আসে। গাড়ি নং ঢাকা মেট্রো ক-০৩-৬৯৭৫। এ বিষয় জলঢাকা থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, আটককৃত গাড়ীর চালক মোস্তফা এলএডি বাল্ব ব্যবসার আড়ালে মাদক ব্যবসা করে আসছিলো। তিনি আরো জানান, তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা করা হচ্ছে।
দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন