ধুনটে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার | Daily Chandni Bazar ধুনটে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২ সেপ্টেম্বর, ২০২০ ২১:৩৭
ধুনটে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ইমরান হোসেন ইমন, ধুনট (বগুড়া) প্রতিনিধি:

ধুনটে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বগুড়ার ধুনট থানা পুলিশ অভিযান চালিয়ে মাদক বিক্রির নগদ টাকা ও গাঁজাসহ বাবু সরদার (৩৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এঘটনায় থানায় মামলা দায়েরের পর বুধবার দুপুরে তাকে ধুনট হাজত থেকে আদালতে প্রেরন করা হয়েছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী ধুনট সদর ইউনিয়নের পাকুড়িহাটা গ্রামের মৃত বদি সরদারের ছেলে।

থানাসূত্রে জানাগেছে, বাবু সরদার দীর্ঘদিন ধরে এলাকায় মাদকদ্রব্য বিক্রি করে আসছিল। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ধুনট থানার এসআই প্রদীপ কুমারের নেতৃত্বে পুলিশ কুঠিবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ১৫০ গাঁজা সহ বাবু সরদারকে গ্রেফতার করে। এসময় তার দেহ তল্লাসি করে গাঁজা বিক্রির ১৪ শত টাকা জব্দ করা হয়। ধুনট থানার অফিসার্স ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী বাবু সরদারের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার দুপুরে তাকে ধুনট থানা হাজত থেকে আদালতে প্রেরণ করা হয়েছে। 

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন