নন্দীগ্রামে পৌর আওয়ামী লীগের বর্ধিত সভা | Daily Chandni Bazar নন্দীগ্রামে পৌর আওয়ামী লীগের বর্ধিত সভা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২ সেপ্টেম্বর, ২০২০ ২১:৪১
নন্দীগ্রামে পৌর আওয়ামী লীগের বর্ধিত সভা
নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধি:

নন্দীগ্রামে পৌর আওয়ামী লীগের বর্ধিত সভা

পৌরসভা নির্বাচনকে সামনে রেখে বগুড়ার নন্দীগ্রামে পৌর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার বিকেলে স্থানীয় বাসষ্ট্যান্ডে দলীয় কার্যালয়ে পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার প্যানেল মেয়র আনিছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আনোয়ার হোসেন রানা এলএলবি। 

পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক মুকুল হোসেনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক মুক্তার হোসেন বকুল, আওয়ামী লীগ নেতা মাহাবুর রহমান বিপুল, আব্দুল মান্নান, আল-মামুন প্রমূখ। সভায় আগামী পৌরসভা নির্বাচনে দলীয় মেয়র ও কাউন্সিলর প্রার্থীদেরকে বিজয়ী করতে বিভিন্ন সিদ্ধান্ত গৃহিত হয়।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন