বগুড়ার জিডি-মামলা করলেই এসএমএসে তথ্য পাবেন বাদি | Daily Chandni Bazar বগুড়ার জিডি-মামলা করলেই এসএমএসে তথ্য পাবেন বাদি | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৪ সেপ্টেম্বর, ২০২০ ২০:৫৫
বগুড়ার জিডি-মামলা করলেই এসএমএসে তথ্য পাবেন বাদি
ষ্টাফ রিপোর্টার

বগুড়ার জিডি-মামলা করলেই 
এসএমএসে তথ্য পাবেন বাদি

বগুড়া জেলার ১২টি থানার যে কোন থানায় মামলা বা জিডি করার পর সেবাগ্রহীতার মোবাইলে এসএমএস করে তথ্য প্রদান করা হবে। এই তথ্যে জিডি বা মামলার আবেদনকারীর মোবাইল ফোনের খুদে বার্তার তার বিষয়টির তদন্তকারী কর্মকর্তার নাম ও মোবাইল নম্বর জানিয়ে দেয়া হবে। সংশ্লি¬ষ্ট থানার ডিউটি অফিসারের স্থায়ী মোবাইল নম্বর থেকে এই বার্তা প্রেরণের কাজ শুরু হয়েছে।

বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, এখন থেকে থানায় করা মামলা বা জিডির তথ্য মোবাইল ফোনে এসএমএস’র মাধ্যমে মানুষের দোড়গোড়ায় সেবা পৌঁছে দেয়া হচ্ছে।  তিনি আরও জানান, ৩ সেপ্টেম্বর পর্যন্ত জেলায় ১০০ জন মামলার বাদি বা জিডি’র আবেদনকারীর কাছে এমন বার্তা প্রেরণ করা হয়েছে। পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা’র প্রত্যক্ষ তত্ত্বাবধানে চালু হওয়া এই সেবা অব্যাহত থাকবে। পুলিশের সেবাকে জনগণের দোড়গোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে রাজশাহী রেঞ্জ ডিআইজি এবং অতিরিক্ত ডিআইজির নির্দেশনায় এই সেবা চালু করা হয়েছে।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন