টাকার অভাবে চিকিৎসা বন্ধ কিডনি রোগাক্রান্ত ইদ্রিসের | Daily Chandni Bazar টাকার অভাবে চিকিৎসা বন্ধ কিডনি রোগাক্রান্ত ইদ্রিসের | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৪ সেপ্টেম্বর, ২০২০ ২১:১৪
টাকার অভাবে চিকিৎসা বন্ধ কিডনি রোগাক্রান্ত ইদ্রিসের
আল কারিয়া পাঁচবিবি (জয়পুরহাট):

টাকার অভাবে চিকিৎসা বন্ধ কিডনি রোগাক্রান্ত ইদ্রিসের

টাকার অভাবে দীর্ঘদিন ধরে চিকিৎসা করাতে পারছেনা জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আমিরপুর গ্রামের কিডনি রোগাক্রান্ত ইদ্রিস আলী (৩০)। তাঁর দুটো কিডনিই অকেজো। ইদ্রিস পেশায় একজন নাপিত। বাড়ির পাশে স্থানীয় চাঁনপাড়া বাজারে একটি সেলুনের দোকানে কাজ করে পরিবারের মুখে অন্ন তুলে দেওয়া পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তিটিই যখন জীবন মরণের শেষ যাত্রায় তখন পরিবারের লোকের কাছে অসাধ্য হয়ে পড়েছে তাঁর চিকিৎসার ব্যয়ভার বহন করা। তবুও স্থানীয়দের সাহায্য সহযোগিতায় ইনসাফ জেনারেল কিডনি হাসপাতাল, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও বগুড়া টিএমএসএস বগুড়া হাসাপাতালে চিকিৎসার জন্য গেলে দ্রুত তার কিডনি প্রতিস্থাপন করার পরামর্শ দেন চিকিৎসকরা। চিকিৎসা করাতে প্রায় ১০ লক্ষ টাকা প্রয়োজন হওয়ায় সমাজের দানশীল ব্যাক্তিদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন ইদ্রীসের পরিবার। তাকে সরাসরি অথবা নিম্নোক্ত নাম্বার সমূহে সাহায্য পাঠাতে পাঠাতে পারেন। বিকাশ নং-০১৮৩১৯৬৫৬০৭ অথবা আব্দুস সামাদ মন্ডল অগ্রণী ব্যাংক লিঃ আওলাই শাখা, হিসাব নং-০২০০০১৩৬৮৩৪৩৮।