প্রকাশিত : ৮ সেপ্টেম্বর, ২০২০ ২১:০৪
বগুড়ায় নতুন করে ৪২ জনের
দেহে করোনা ভাইরাস শনাক্ত
ষ্টাফ রিপোর্টার
বগুড়ায় নতুন করে ৪২ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। নতুন আক্রান্ত নিয়ে জেলায় মোট আক্রান্ত হলো ৬ হাজার ৯৯১ জন। মোট সুস্থ হয়েছে ৫ হাজার ৯৫১ জন। নতুন করে ২জন শিশুসহ ২৫ জন পুরুষ ও ১৫ জন নারী হয়েছে।
মঙ্গলবার সকালে বগুড়া সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. ফারজানুল ইসলাম জানান, নতুন করে আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৩৮জন। অন্যান্য উপজেলার মধ্যে নন্দীগ্রাম ২জন, শাজাহানপুরে ২জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। জেলার শজিমেকে ২৯২ নমুনা পরীক্ষার ফলাফলে ৪১ জন পজিটিভ এবং টিএমএসএস এ ১৩ নমুনা পরীক্ষার ফলাফলে একজন পজিটিভ হয়।
দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন