বগুড়ায় করোনায় একদিনেই মৃত্যু ৫ জনের নতুন আক্রান্ত ৩০ | Daily Chandni Bazar বগুড়ায় করোনায় একদিনেই মৃত্যু ৫ জনের নতুন আক্রান্ত ৩০ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২০ ২১:৩২
বগুড়ায় করোনায় একদিনেই মৃত্যু ৫ জনের নতুন আক্রান্ত ৩০
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় করোনায় একদিনেই 
মৃত্যু ৫ জনের নতুন আক্রান্ত ৩০

বগুড়ায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এক দিনেই মারা গেছেন ৫ জন। আর নতুন করে আক্রান্ত হয়েছে ৩০ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হলো ৭ হাজার ৫৯জন। আর মারা গেলেন ১৬৮ জন। বৃহস্পতিবার বেলা সোয়া ১১টায় বগুড়া স্বাস্থ্য বিভাগের পক্ষে অনলাইন ব্রিফিংয়ে বগুড়া সিভিল সার্জন দপ্তরের মেডিকেল অফিসার ডা. ফারজানুল ইসলাম এসব তথ্য জানান। তিনি জানান, ৯ সেপ্টেম্বর, বুধবার জেলার দুটি পিসিআর ল্যাবে পরীক্ষা করা ৩০৬টি নমুনা। এতে নতুন আক্রান্ত ৩০ জনের মধ্যে পুরুষ ১৮ জন এবং নারী ১০ জন এবং বাদবাকি ২জন শিশু।

এদের মধ্যে বগুড়া সদর উপজেলার ২৭ জন, শাজাহানপুরে ২ জন এবং নন্দীগ্রামে ১ জন করে নতুন করোনায় আক্রান্ত হয়েছেন। একই সময়ে ৩৪ জন সুস্থ হওয়ায় মোট সুস্থ রোগীর সংখ্যা ৬ হাজার ৩৩ জনে দাঁড়িয়েছে। এছাড়া জেলায় নতুন করে আরও ৫ জন মারা গেছেন। মৃতরা হলেন, জয়পুরহাটের হিমাংশু (৫৮), বগুড়া শিবগঞ্জের কিচকের মোরশেদুল (৬২), বগুড়া শহরের কাটনারপাড়া এলাকার আলম (৭০), শাজাহানপুরের মাঝিরার মোহাম্মদ আলী (৭৮) এবং কাহালু উপজেলার সিরাজুল ইসলাম (৩৮)। এদের মধ্যে হিমাংশু ও মোরশেদুল টিএমএসএস হাসপাতাল, আলম ও মোহাম্মদ আলী শজিমেকে এবং সিরাজুল সরকারি মোহাম্মদ আলী হাসপাতালে মারা যান। 

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন