বগুড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযান ৮৩ হাজার টাকা জরিমানা | Daily Chandni Bazar বগুড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযান ৮৩ হাজার টাকা জরিমানা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২০ ২১:৪১
বগুড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযান ৮৩ হাজার টাকা জরিমানা
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযান
৮৩ হাজার টাকা জরিমানা

বগুড়া শহরে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৮৩ হাজার টাকা জরিমানা আদায় করেছে। বৃহস্পতিবার সকাল থেকে জেলা শহরের বিভিন্ন এলাকায় ৬টি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মিসব্রান্ড ওষুধ ও লাইসেন্স বিহীন ব্যবসা করার অপরাধে ৭টি মামলায় এই জরিমানা আদায় করা হয়।বগুড়া জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে, অভিযান চলাকালে জেলা শহরের সাতমাথায় মিসব্রান্ডেড ওষুধ বিক্রি করার অপরাধে সাতমাথার রাজ ফার্মেসীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যজিস্ট্রেট এ.টি.এম কামরুল ইসলাম। লাইসেন্স বিহীন এল.পি.জি গ্যাস সিলিন্ডারের ব্যবসা করার অপরাধে একটি প্রতিষ্ঠান কে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যজিস্ট্রেট তাসনিমুজ্জামান।

লাইসেন্স বিহীন ব্যবসা পরিচালনার অপরাধে সাতমাথাস্থ পার্করোডে দুরন্ত সাইকেল ঘরকে ১০ হাজার টাকা, হোসেন ট্রেডার্সকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যজিস্ট্রেট মো. নাছিম রেজা। একই অপরাধে দি প্যালেস সাইকেল ঘরকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম চৌধুরী। এছাড়া লাইসেন্স বিহীন ব্যবসা পরিচালনার অপরাধে আরো দুটি পৃথক মামলয় ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ আফজাল রাজন ও ফেরদৌস আরা।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন