জয়পুরহাটে নিষিদ্ধ পেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব সদস্যরা। আটককৃত ব্যক্তি জেলার কালাই উপজেলার সহির উদ্দিন এর ছেলে জহুরুল ইসলাম (৩৫)। এসময় তার কাছ থেকে ৩শ পিস ট্যাপেন্টা ও ৫০ পিস পেন্ডাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম. এম. মোহাইমেনুর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলার কালাই উপজেলার বফলগাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে জহুরুলকে উদ্ধারকৃত ট্যাবলেটসহ আটক করা হয়। আটককৃত ব্যক্তি দীর্ঘদিন ধরেই নেশা জাতীয় মাদকদ্রব্য (ট্যাবলেট সমূহ) বিভিন্ন উপায়ে অবৈধভাবে দেশের বিভিন্ন স্থানে সরবরাহের পাশাপাশি এলাকায় বিক্রি করে আসছিলো বলেও জানান তিনি।
দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন