পাঁচবিবিতে মুক্তিযোদ্ধাদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করলেন জেলা প্রশাসক শরিফুল ইসলাম | Daily Chandni Bazar পাঁচবিবিতে মুক্তিযোদ্ধাদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করলেন জেলা প্রশাসক শরিফুল ইসলাম | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২০ ২২:১০
পাঁচবিবিতে মুক্তিযোদ্ধাদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করলেন জেলা প্রশাসক শরিফুল ইসলাম
আল কারিয়া পাঁচবিবি প্রতিনিধি:

পাঁচবিবিতে মুক্তিযোদ্ধাদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করলেন জেলা প্রশাসক শরিফুল ইসলাম

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার প্রায় শতাধিক বীর মুক্তিযোদ্ধাদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরন করেন জেলা প্রশাসক (ডিসি) শরীফুল ইসলাম। বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন পরিদর্শন ও মুক্তিযোদ্ধাদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এসব স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরন করেন তিনি। মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরমান হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মুনিরুল শহীদ মুন্না, পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন মন্ডল, উপজেলা আ.লীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক মন্ডল, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মিছির আলী, সাংবাদিক ও কবি আমিনুল হক বাবুল প্রমূখ।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন