বগুড়ায় মোটরসাইকেলের সিটের নিচ থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার | Daily Chandni Bazar বগুড়ায় মোটরসাইকেলের সিটের নিচ থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২০ ২৩:০৩
বগুড়ায় মোটরসাইকেলের সিটের নিচ থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় মোটরসাইকেলের সিটের 
নিচ থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলায় মোটরসাইকেলের চালকের বসার সিটের নিচে গাঁজা বহনকালে ৪ কেজি ৮শ গ্রাম গাঁজা ও পাচারকাজে ব্যবহৃত মোটরসাইকেল আটক করেছে ট্রাফিক পুলিশ।বগুড়ার শিবগঞ্জ মোকামতলা ট্রাফিক ফাঁড়ির ইনচার্জ (টিআই) রেজাউল করিম খান বলেন, সোমবার সকাল ১০টায় মোকামতলা বন্দরের চৌরাস্থায় পুলিশ সার্জেন্ট তরিকুল ইসলাম সঙ্গীয় ট্রাফিক পুলিশসহ মহাসড়কে যানবাহনের বৈধ কাগজপত্র যাচাই করতে থাকে। এসময় কালো রঙের একটি রেজিস্ট্রেশন বিহীন ডিসকোভার মোটরসাইকেলকে থামতে বললে চালক গাড়ীটি কিছুটা সামনে এগিয়ে নিয়ে থামানোর ভঙ্গি করে মোটরসাইকেল থেকে নেমে দৌঁড়ে পালিয়ে যায়। এতে কতর্ব্যরত ট্রাফিক পুলিশদের সন্দেহ হলে মোটরসাইকেলটি তল্লাশি করে বিশেষ কায়দায় সিট কভারের নিচে বেধে রাখা ৪ কেজি ৮শ গ্রাম গাঁজা উদ্ধার ও মোটরসাইকেলটি আটক করে। এঘটনায় মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পুলিশ পরিদর্শক মাহাবুর রহমান বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন