পলাশবাড়ীতে লাগামহীন কাচাবাজার | Daily Chandni Bazar পলাশবাড়ীতে লাগামহীন কাচাবাজার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২০ ১৮:৪৪
পলাশবাড়ীতে লাগামহীন কাচাবাজার
সিরাজুল ইসলাম রতন পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি:-

পলাশবাড়ীতে লাগামহীন কাচাবাজার

গাইবান্ধার পলাশবাড়ী পৌরশহরের কেন্দ্রীয় বাজার কালীবাড়ী বাজারসহ উপজেলার সর্বত্র বাজার দর পরিস্থিতি অস্থির-বিপর্যস্ত।দেখা মিলছে না বাজার মনিটরিং কমিটির। ভোক্তাদের কথা শোনার কেউই নেই। নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে প্রশাসন এমন অভিযোগ করেছেন ভোক্তা সাধারন। সরেজমিন ঘুরে দেখা যায়, পেঁয়াজ-মরিচসহ কাঁচাতরিতরকারির বাজার দর লাগামহীন। কমার কোন লক্ষণই যেন নেই। ফলে প্রতিনিয়তই লাফিয়ে লাফিয়ে বাড়ছে বাজার দর।বাজার নিয়ন্ত্রনে প্রশাসনিক হস্তক্ষেপ শুধুই আইওয়াশ মাত্র। বাজার মনিটরিং কমিটির তদারকি অপরিহার্য। কিন্তু তাদের কার্যক্রমও বর্তমানে দায়সারা। জেনেও না জানার ভান করে আছে প্রশাসন। 

তবে খুচরা বিক্রেতারা বলছেন, আমরা মূল মোকামে পাইকারী দর মূল্যের সাথে সহনীয় পর্যায় কিঞ্চিত লভাংশের বিনিময় পণ্যসামগ্রী বিক্রয় করছি। এমতবস্থায় আমাদের উপর আইনানুগ কোন ব্যবস্থা গ্রহন করা হবে ঠিক যেন 'মরার উপর খাঁড়ার ঘা'।কথা যাই-ই হোক ক্রেতাদের নাভিশ্বাস উঠেছে এসব পণ্যের বাজার সম্পূন্ন করতে। ক্রেতাসাধারণ প্রতিদিন এসব পণ্য কিনতে এসে হিসেব-নিকেশ করতে গিয়ে এখন পড়েছেন হ-য-ব-র-ল এর মধ্যে। বৃষ্টিভেঁজা কাদাপানির এইসময় পলাশবাড়ী পৌরশহরের কেন্দ্রীয় কালীবাড়ী বাজারে পেঁয়াজ ১৯০ টাকা কেজি এবং কাঁচামরিচ ১৬০ টাকা প্রতিকেজি বিক্রি হচ্ছে। অন্যান্য কাঁচা তরিতরকারিসহ শাকসবজির খুচরা বাজার মূল্যের উর্দ্ধগতিও অপরিবর্তিত রয়েছে।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন