কল্যাণমূলক কাজের মাধ্যমে পুলিশের ইতিবাচক ভাবমূর্তি উজ্জ্বল করতে হবে- ডিআইজি বাতেন | Daily Chandni Bazar কল্যাণমূলক কাজের মাধ্যমে পুলিশের ইতিবাচক ভাবমূর্তি উজ্জ্বল করতে হবে- ডিআইজি বাতেন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২০ ২০:৩০
কল্যাণমূলক কাজের মাধ্যমে পুলিশের ইতিবাচক ভাবমূর্তি উজ্জ্বল করতে হবে- ডিআইজি বাতেন
সঞ্জু রায়, স্টাফ রিপোর্টার:


কল্যাণমূলক কাজের মাধ্যমে পুলিশের ইতিবাচক ভাবমূর্তি উজ্জ্বল করতে হবে- ডিআইজি বাতেন

বাংলাদেশ পুলিশ রাজশাহী রেঞ্জের নবাগত ডিআইজি মো: আব্দুল বাতেন বিপিএম পিপিএম বলেছেন, পুলিশিং কার্যক্রমের পাশাপাশি কল্যাণমূলক কর্মকান্ডের মাধ্যমে পুলিশ বাহিনীর ইতিবাচক ভাবমূর্তিকে উজ্জ্বল করতে হবে। কারো ব্যক্তিগত ভুলের জন্যে পুরো বাহিনীর সম্মান নষ্ট হলে তা কখনোই সহ্য করা হবেনা। সেই সাথে রাজশাহী রেঞ্জে কোন পুলিশ সদস্য যদি শৃঙ্খলা ভঙ্গ কিংবা মাদকের সাথে প্রত্যেক্ষ বা পরোক্ষভাবেও যুক্ত থাকে তা কঠোর হস্তে দমন করা হবে মর্মে সকলকে সতর্কবার্তাও পৌঁছে দেন নবাগত এই ডিআইজি। বগুড়ায় নবাগত রেঞ্জ ডিআইজি’র আগমন উপলক্ষ্যে বৃহস্পতিবার বিকেলে পুলিশ লাইন্স অডিটোরিয়ামে আয়োজিত জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপোরোক্ত কথাগুলি বলেন। জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম (বার) এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নবাগত ডিআইজি সকল পুলিশ সদস্যদের সততা ও নিষ্ঠার সাথে জনবান্ধব পুলিশিং কার্যক্রম পরিচালনার আহ্বান জানান। মানবিক এবং ইতিবাচক ভাবমূর্তি নিয়ে নিজেদের গড়ে তোলার লক্ষ্যে সর্বদা ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন এই কর্মকর্তা। এসময় সভায় উপস্থিত ছিলেন এপিবিএন বগুড়ার অধিনায়ক জয়নাল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার যথাক্রমে আলী হায়দার চৌধুরী (প্রশাসন), আব্দুর রশিদ (অপরাধ), রফিকুল আলম (ইন-সার্ভিস), জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী, এবং তাপস কুমার পাল (সদর), সহকারী পুলিশ সুপার যথাক্রমে গাবতলী সার্কেলের সাবিনা ইয়াসমিন, আদমদীঘি সার্কেলের এরশাদ হোসেন, শিবগঞ্জ সার্কেলের আরিফুল ইসলাম, বগুড়া সদর থানার ওসি হুমায়ুন কবির, শিবগঞ্জ থানার ওসি এস.এম বদিউজ্জামান, শাজাহানপুর থানার ওসি আজিম উদ্দিন, টিআই রফিকুল ইসলামসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকতার্বৃন্দ। সভার শুরুতেই নবাগত রাজশাহী রেঞ্জ ডিআইজি আব্দুল বাতেন বিপিএম পিপিএম কে জেলা পুলিশের পক্ষে ফুলের শুভেচ্ছা জানিয়ে বগুড়ায় স্বাগত জানায় জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম (বার)।