বগুড়ায় বিদেশি পিস্তলসহ যুবক গ্রেফতার | Daily Chandni Bazar বগুড়ায় বিদেশি পিস্তলসহ যুবক গ্রেফতার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২০ ১৯:৪০
বগুড়ায় বিদেশি পিস্তলসহ যুবক গ্রেফতার
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় বিদেশি পিস্তলসহ যুবক গ্রেফতার

বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে বিদেশি পিস্তলসহ শাজাহানপুর উপজেলার ফুলতলা থেকে ছাব্বির হোসেনকে (২১) গ্রেফতার করেছে। বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে শহরের ফুলতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ছাব্বির হোসেন ফুলতলা এলাকার ইউনুস আলী ইন্নুর ছেলে।

বগুড়া গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি আছলাম আলী জানান, বগুড়া সদর ও শাজাহানপুর থানা এলাকায় অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে ছাব্বিরকে ৭ পয়েন্ট ৬৫ বোরের বিদেশি পিস্তলসহ আটক করা হয়। এসময় তার কাছ থেকে এক রাউন্ড গুলিসহ একটি ম্যাগাজিনও উদ্ধার করা হয়। এই ঘটনায় শাজাহানপুর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজাতে পাঠানো হয়েছে।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন