বগুড়ায় নতুন করে ৩৬ জন করোনায় আক্রান্ত | Daily Chandni Bazar বগুড়ায় নতুন করে ৩৬ জন করোনায় আক্রান্ত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২০ ২৩:২৪
বগুড়ায় নতুন করে ৩৬ জন করোনায় আক্রান্ত
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় নতুন করে ৩৬ 
জন করোনায় আক্রান্ত

বগুড়ায় নতুন করে ৩৬ জন করোনায় আক্রান্ত হয়েছে। এই নিয়ে বগুড়ায় মোট আক্রান্ত হয়েছে ৭ হাজার ৩৭০ জন। মোট সুস্থ হয়েছে ৬ হাজার ৪৩৯ জন। নতুন করে জেলায় কোন মৃত্যু হয়নি। সরকারিভাবে ১৭৫ জনই এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে।

রবিবার বগুড়া সিভিল সার্জন অফিস সুত্রে জানা যায়, নতুন আক্রান্তদের মধ্যে সদরে ২৬ জন, সোনাতলা ৩ জন, শেরপুর ২জন, আদমদীঘি ২জন, দুপচাঁচিয়া, গাবতলী এবং শাজাহানপুরে ১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ২৯৩ নমুনা পরীক্ষার ফলাফলে ৩৩ জন পজিটিভ এবং টিএমএসএস এ ৯ নমুনা পরীক্ষার ফলাফলে ৩ জন পজিটিভ হন।