![logo](https://dailychandnibazar.com.bd/assets/importent_images/logo.png)
বগুড়ায় বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে আন্তর্জাতিক বাংলা ইশারা ভাষা দিবস পালিত হয়। দিবসটি পালনে বুধবার সকালে বগুড়া মূক বধির সংঘের উদ্যোগে একটি র্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে শহরের সাতমাথায় মানববন্ধন কর্মসূচী পালন করে। মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় বধির সংস্থা’র কোষাধ্যক্ষ ও সংগঠনের সভাপতি এ, কে, এম মুস্তাফিজুর রহমান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বগুড়া মুক-বধির সংঘের সাধারণ সম্পাদক তৌফিকুর রহমান মিটুল, সহ-সভাপতি ইব্রাহিম আদহাম রাজু, সদস্য ইমামুল হাসান সহ-সাংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি বলেন, বাংলা ইশারা ভাষাকে সাধারণ শিক্ষার পাঠ্য সূচীতে অন্তর্ভূক্ত করণ ও জাতীয় ভাবে পালনের দাবী জানান। এছাড়াও তিনি শ্রবণ ও বাক প্রতিবন্ধি জনগণের ভাব প্রকাশের একমাত্র মাধ্যম ইশারা ভাষাকে সর্বত্র প্রচলনের উপর গুরুত্ব আরোপ করেন।
দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন