বগুড়ায় শিক্ষক ফেডারেশনের স্মারকলিপি প্রদান | Daily Chandni Bazar বগুড়ায় শিক্ষক ফেডারেশনের স্মারকলিপি প্রদান | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২০ ০০:৪২
বগুড়ায় শিক্ষক ফেডারেশনের স্মারকলিপি প্রদান
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় শিক্ষক ফেডারেশনের
 স্মারকলিপি প্রদান

বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশন বগুড়া জেলা শাখা ‘জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮’তে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসকারি কলেজ সমুহে বৈধভাবে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের অন্তর্ভূক্তি করার জন্য রোববার দুপুরে বগুড়া অতিরিক্ত জেলা প্রসাশক (সার্বিক) উজ্জল কুমার ঘোষের কাছে স্মারকলিপি জমা দেন।

স্মারকলিপি জমাদানকালে বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স মাস্টার্স শিক্ষক ফেডারেশন বগুড়া জেলা শাখার আহ্বায়ক প্রভাষক সুলতান মাহমুদ, সদস্য সচিব প্রভাষক সাইফুল ইসলাম, মামুনুর রশিদ, রকিবুল ইসলাম, অভিষেক মজুমদার, জাকির হোসেন, সজিবুল ইসলাম, আব্দুল লতিফ উপস্থিত ছিলেন। স্মারক লিপিতে তারা উল্লেখ করেছেন, বগুড়া সহ সারাদেশের অনার্স-মাস্টার্স কোর্সে পাঠদানরত ৫ হাজার শিক্ষককে ‘জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮’তে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করার জন্য প্রধানমন্ত্রী নিকট দাবি জানিয়েছেন। সারাদেশে প্রায় সাড়ে ৩ লাখ শিক্ষার্থীদের পাঠদান করছেন এই শিক্ষকরা।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন