কাব্যময় সঙ্গীতসন্ধ্যায় সুরের মূর্ছনায় মুদ্ধ দর্শক-শ্রোতারা | Daily Chandni Bazar কাব্যময় সঙ্গীতসন্ধ্যায় সুরের মূর্ছনায় মুদ্ধ দর্শক-শ্রোতারা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২০ ০০:৪৫
কাব্যময় সঙ্গীতসন্ধ্যায় সুরের মূর্ছনায় মুদ্ধ দর্শক-শ্রোতারা
ষ্টাফ রিপোর্টার

কাব্যময় সঙ্গীতসন্ধ্যায় সুরের
মূর্ছনায় মুদ্ধ দর্শক-শ্রোতারা

‘নিঝুম সন্ধ্যায় ক্লান্ত পাখিরা বুঝি বা পথ ভুলে যায়...’ সুরের মূর্ছনায় শরতের সন্ধ্যা আরো কাব্যময় হয়ে ওঠে, মুগ্ধতায় উদ্বেলিত হয়ে ওঠেন দর্শক-শ্রোতারা। স্বাস্থ্যবিধি মেনে ২৬ সেপ্টেম্বর, স্থানীয় এক মোটেলের কনফারেন্স হলে বৃষ্টিঝরা সন্ধ্যায় বগুড়া শিশু নাট্যদলের শিশুশিল্পীদের সঙ্গীত ও কবিতা আবৃত্তি পরিবেশনা করে। ‘শরতের কাব্যময় সঙ্গীতসন্ধ্যা’য় সংগঠনের শিশুশিল্পী অহনা, তাহিয়া, প্রথা, নাফিস, সামান্তা, রোম ও তাপ্তি সঙ্গীত পরিবেশনের মাঝে মাঝে মনোমুগ্ধকর কবিতা আবৃত্তি অনুষ্ঠানটিকে আরো রোমাঞ্চকর করে তোলে।

করোনাকালে প্রায় ঘরবন্দি শিশুদের খানিকটা হলেও বিনোদনের মাধ্যমে তাদের অনুপ্রেরণা যোগানো জন্য বগুড়া শিশু নাট্যদলের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে সংগঠনের পরিচালক আব্দুল খালেকের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথিদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন- বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়না, বগুড়া ইয়ুথ কয়্যারের সভাপতি লায়ন আতিকুর রহমান মিঠু, বগুড়া শিশু নাট্যদলের উপদেষ্টা জি.এম. সাকলায়েন বিটুল, কবি মীর আবদুর রাজজাক ও বগুড়া সিডিএলএস নারী ফোরামের সভাপতি হাসনা খাতুন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, বগুড়া শিশু নাট্যদলের যুগ্ম-সচিব জিললুর রহমান শামীম।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন