গোবিন্দগঞ্জে সাঁওতাল পল্লীতে ত্রান সামগ্রী বিতরন | Daily Chandni Bazar গোবিন্দগঞ্জে সাঁওতাল পল্লীতে ত্রান সামগ্রী বিতরন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২০ ০১:১৬
গোবিন্দগঞ্জে সাঁওতাল পল্লীতে ত্রান সামগ্রী বিতরন
কোভিড-১৯ পরিস্থিতিতে জরুরী খাদ্য সহায়তায়
ষ্টাফ রিপোর্টার

গোবিন্দগঞ্জে সাঁওতাল পল্লীতে
 ত্রান সামগ্রী বিতরন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে নর্দান ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এনডিএফ ও এএলআরডি সহযোগিতায় কোভিড-১৯ পরিস্থিতিতে আদিবাসী পল্লীতে খাদ্যসামগ্রী বিতরণ করেছে। শনিবার সকাল ১১টায় উপজেলার সাহেবগঞ্জ ইক্ষুখামার এলাকায়  আদিবাসী পল্লী মাদারপুর ও জয়পুর কর্মহিন ৫শত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী চাল,মুসুর ডাল,আলু,সোয়াবিন তেল,লবন ও সাবান বিতরন করেন।

ত্রান বিতরন কালে উপস্থিত ছিলেন,এনডিএফ দিনাজপুরের কো-অর্ডিনেটর ও ইনর্চাজ মিঃ ইলিমেন্ট হাজং,প্রশিক্ষণ কর্মকর্তা মেসমাউল সরকার ,প্রোগ্রাম অফিসার এনডিএফ মিঃ মনোরঞ্জন সাহা, প্রোগ্রাম অফিসার উইলসন সরেণ, লিগ্যাল প্রোমোটর সেবাস্টিয়ান হেমব্রম,এনডিএফ উপজেলা শাখার ম্যানেজার মিঃ লক্ষন মহন্ত, উপজেলা ম্যানেজার মাসুদ রানা, ত্রান কমিটির সভাপতি ডাঃ ফিলিমন বাক্সে সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি গন উপস্থিত ছিলেন। 

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন