প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২০ ১৩:২০
আজকের করোনা ও বগুড়া পরিস্থিতি
অনলাইন ডেস্ক
বগুড়ার আপডেট- ২৭-০৯-২০২০ এ ৩৩২ নমুনার ফলাফলে ৩২ জন শনাক্ত।। শনাক্তের হার- ৯.৬৩%।। মৃত্যু- ০২।। সুস্থ- ২৯জন।।
★ উপজেলাভিত্তিক- সদরে ২৫জন, শেরপুর ৩জন, শাজাহানপুর ২জন, ধুনট এবং গাবতলীতে একজন করে।
★ এদের মধ্যে শজিমেকের ৩১৬নমুনা পরীক্ষার ফলাফলে ৩২জন পজিটিভ এবং টিএমএসএস এ ১৬ নমুনা পরীক্ষার ফলাফলে সব নেগেটিভ।
★ এই নিয়ে বগুড়ায় মোট আক্রান্ত- ৭৫৯২
★ মোট সুস্থ- ৬৬৯৮(নতুন ২৯)
★ মোট মৃত্যু- ১৮১(নতুন ২)
★ এখন করোনা রোগী আছে- ৭১৩
সূত্র-সিভিল সার্জন অফিস, বগুড়া।