প্রধানমন্ত্রীর জন্মদিনে বগুড়া সুবিল উচ্চ বিদ্যালয়ে শহীদ মিনারের ভিত্তি প্রস্থর স্থাপন | Daily Chandni Bazar প্রধানমন্ত্রীর জন্মদিনে বগুড়া সুবিল উচ্চ বিদ্যালয়ে শহীদ মিনারের ভিত্তি প্রস্থর স্থাপন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২০ ২০:১০
প্রধানমন্ত্রীর জন্মদিনে বগুড়া সুবিল উচ্চ বিদ্যালয়ে শহীদ মিনারের ভিত্তি প্রস্থর স্থাপন
ষ্টাফ রিপোর্টার

প্রধানমন্ত্রীর জন্মদিনে বগুড়া সুবিল উচ্চ 
বিদ্যালয়ে শহীদ মিনারের ভিত্তি প্রস্থর স্থাপন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে সোমবার দুপুরে বগুড়া সুবিল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে শহীদ মিনারের ভিত্তি প্রস্থর স্থাপন এবং বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। দেশরত্ন শেখ হাসিনার জন্মদিনের এই বিশেষ দিনকে শিক্ষার্থীদের কাছে স্মরণীয় করে রাখতে তাদের দীর্ঘদিনের চাওয়া বিদ্যালয় প্রাঙ্গণে একটি শহীদ মিনার যার ভিত্তি প্রস্থর স্থাপনের মাধ্যমে নির্মাণ কাজের উদ্বোধন করেন অত্র প্রতিষ্ঠানের সভাপতি ও জেলা আওয়ামী লীগ নেতা আল রাজী জুয়েল। এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক গোলাম রহমান রয়েল, বিদ্যালয়ের অভিভাবক সদস্য নওশাদুর রহমান নিশান, ওয়াজেদুর রহমান মিলন, ছাত্রনেতা তাজমিলুর রহমান তমালসহ সুবিল উচ্চ বিদ্যালয় ও সুবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। পরিশেষে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচীর সমাপ্তি করা হয়।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন