জয়পুরহাটে ভটভটি উল্টে চালকের মৃত্যু | Daily Chandni Bazar জয়পুরহাটে ভটভটি উল্টে চালকের মৃত্যু | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২০ ২০:২৫
জয়পুরহাটে ভটভটি উল্টে চালকের মৃত্যু
সুমন কুমার সাহা জয়পুরহাট:

জয়পুরহাটে ভটভটি উল্টে চালকের মৃত্যু

জয়পুরহাটের কালাইয়ে শ্যালো চালিত ভটভটি খাদে পড়ে শাহাজান আলী (৪০) নামে এক চালকের মৃত্যু হয়েছে। সোমবার সকালে জয়পুরহাট-মোকামতলা মহাসড়কের বাঁশের ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত ভটভটি চালক শাহাজান আলী কালাই উপজেলার মোহাইল গ্রামের আয়েম উদ্দিনের ছেলে। কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বিষয়টি নিশ্চিত করে বলেন, পুনট বাজার থেকে মাছ নিয়ে ভটভটিযোগে মোকামতলা হাটে যাচ্ছিলেন কয়েকজন মাছ ব্যবসায়ী। বাঁশের ব্রিজ এলাকায়  আসার পর ভটভটির চালক শাহাজান আলী নিয়ন্ত্রণ হারালে যানটি উল্টে সড়কের পাশের একটি খাদে পড়ে যায়। এতে গুরুতর  আহত হন চালক শাহাজান আলী।  পরে তাকে উদ্ধার করে কালাই  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। 

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন