গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়ক সহ প্রায় শতাধিক গ্রাম প্লাবিত ! ফসলের ব্যাপক ক্ষতি | Daily Chandni Bazar গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়ক সহ প্রায় শতাধিক গ্রাম প্লাবিত ! ফসলের ব্যাপক ক্ষতি | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২০ ২০:২৮
গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়ক সহ প্রায় শতাধিক গ্রাম প্লাবিত ! ফসলের ব্যাপক ক্ষতি
টানা বর্ষন ও পাহাড়ি ঢলে করতোয়া নদীর পানি বিপদ সীমায়
ষ্টাফ রিপোর্টার

গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়ক সহ প্রায়
শতাধিক গ্রাম প্লাবিত ! ফসলের ব্যাপক ক্ষতি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে কয়েক দিনের টানা বর্ষন ও পাহাড়ি ঢলে করতোয়া নদীর পানি বৃদ্ধি পেয়ে তা বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় মঙ্গলবার সকালে গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের উপর দিয়ে বন্যার পানি প্রবাহিত হচ্ছে। টানাবৃষ্টি ও পাহাড়ি ঢলে  ডুবে গেছে, গোবিন্দগঞ্জ পৌর শহরের পশ্চিম অংশ,স্বাস্থ্য কমপ্লেক্স,রেজিষ্ট্রেরি অফিস সহ উপজেলার কাটাবাড়ী,দরবস্ত,গুমানীগঞ্জ,নাকাই,হরিরামপুর,ফুলবাড়ী,তালুককানুপুর,কোচাশহর,মহিমাগঞ্জ ও শালমারা ইউনিয়নের নিম্মাঞ্চল প্লাবিত হয়েছে। এসব এলাকার প্রায় শতাধিক গ্রাম ডুবে গিয়ে হাজার হাজার পরিবার পানি বন্দি হয়ে পরেছে। বর্ষার শেষে মহুর্তে আর্কষ্মিক টানা বর্ষন ও পাহাড়ি ঢলে শত শত হেক্টর আমন ধানের জমি পানিতে ডুবে গেছে।

এ ছাড়া রবি শর্ষ সাক-সব্জি,কলা বাগান ,কচু’র জমি ডুবে গেছে। অন্য দিনে প্রায় অর্ধশত পুকুরের পাড় ডুবে যাওয়ায় লক্ষ লক্ষ টাকার মাছ ভেসে গেছে বলে বিভিন্ন এলাকার মৎস চাষিরা জানিয়েছেন।এদিকে উপজেলা কৃষি কর্মকর্তা খালেদুর রহমান জানিয়েছেন,বন্যায় এখন পর্যন্ত ৮শত,৫০ হেক্টর আমন ধানের জমি ও ৪০ হেক্টর জমির শাক-সব্জির ডুবে যাওয়ার খবর নিশ্চিত করেন। বন্যার পানি বৃদ্ধি অব্যাহত থাকলে হয়তো বা ব্যাপক ক্ষতির আশংকা করেছেন তিনি।করতোয়ার পানি বিপদ সীমায় প্রবাহিত হওয়ায় আঞ্চলিক মহাসড়কের কাইয়াগঞ্জ ও পৌর শহরের পশ্চিম চারা মাথায় সড়ক ডুবে গিয়ে পানি প্রবাহিত হচ্ছে। সেই সাথে কাইয়াগঞ্জ নামক স্থানে নদী ভাঙ্গন চরম আকার ধারন করেছে । ভাঙ্গন এলাকায় দ্রুত ভাঙ্গন রোধের ব্যবস্থা না নেয়া হলে হয়তো বা সড়ক টি নদী গর্ভে বিলিন হয়ে গিয়ে গোবিন্দগঞ্জ - দিনাজপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ার আশংকা রয়েছে।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন