গোবিন্দগঞ্জ বন্যা পরিস্থিতি আরো অবনতি নতুন নতুন এলাকা প্লাবিত | Daily Chandni Bazar গোবিন্দগঞ্জ বন্যা পরিস্থিতি আরো অবনতি নতুন নতুন এলাকা প্লাবিত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২০ ২০:০১
গোবিন্দগঞ্জ বন্যা পরিস্থিতি আরো অবনতি নতুন নতুন এলাকা প্লাবিত
করতোয়া নদীর পানি বিপদ সীমার ৮১ সেঃমিটার উপর দিয়ে প্রবাহিত
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) থেকে শ্যামল রায়

গোবিন্দগঞ্জ বন্যা পরিস্থিতি আরো অবনতি 
নতুন নতুন এলাকা প্লাবিত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে কয়েক দিনের টানা বর্ষন ও পাহাড়ি ঢলে করতোয়া নদীর পানি বিপদ সীমার ৮১ সেঃ মিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় আরো নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে।বন্যাত্বদের মাঝে ত্রান সামগ্রী বিতরন। টানাবৃষ্টি ও পাহাড়ি ঢলে  ডুবে গেছে, গোবিন্দগঞ্জ পৌর খলসী,আরজী খলসী ,চাষকপাড়া ,গো-হাটি পাড়া সহ ৩ টি ওয়ার্ডে নিম্মাঞ্চল ,স্বাস্থ্য কমপ্লেক্স,রেজিষ্ট্রেরি অফিস সহ উপজেলার কাটাবাড়ী,দরবস্ত,গুমানীগঞ্জ,নাকাই,হরিরামপুর,ফুলবাড়ী,তালুককানুপুর,কোচাশহর,মহিমাগঞ্জ ও শালমারা ইউনিয়নের নিম্মাঞ্চল প্লাবিত হয়েছে। 

এসব এলাকার প্রায় শতাধিক গ্রাম ডুবে গিয়ে হাজার হাজার পরিবার পানি বন্দি হয়ে পরেছে এবং হাজার হাজার হেক্টর আমন ধানের জমি পানিতে ডুবে গেছে। এ ছাড়া রবি শর্ষ সাক-সব্জি,কলা বাগান ,কচু’র জমি ডুবে গেছে। অন্য দিনে প্রায় অর্ধশত পুকুরের পাড় ডুবে যাওয়ায় লক্ষ লক্ষ টাকার মাছ ভেসে গেছে বলে জানা যায়। এদিকে মঙ্গলবার দুপুরে বন্যা প্লাবিত এলাকায় তাৎক্ষনিক ত্রান নিয়ে নৌকা যোগে উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মন দূর্গতদের মাঝে ৫ মেঃ টন চাল বিতরন করেছেন সেই সাথে আরো অধিক ত্রানের জন্য উর্ধতন কতৃপক্ষের নিকট আবেদন করেছেন বলে তিনি জানিয়েছেন,

অপর দিকে গোবিন্দগঞ্জ উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র আতাউর রহমান সরকার বিকাল ৪টায় পৌর সভার গোলাপ বাগ আলিয়া মাদ্রাসা , বালিকা উচ্চ বিদ্যালয় সহ কয়েকটি বানভাসি মানুষদের আশ্রয় কেন্দ্রে আড়াই মেঃটন চাল,ডাল ও আলু বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক আব্দুল মতিন ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মন, ডিআরও ইদ্রিছ আলী , আ.লীগের সিনিয়র সহসভাপতি প্রধান আতাউর রহমান বাবলু সহ দলীয় নেতা কর্মী উপস্থিত ছিলেন। 

বুধবার সকালে উন্নয়ন বোর্ড সূত্রে জানিয়েছেন,করতোয়ার নদীর পানি কাটাখালি ব্রীজ পয়েন্টে বিপদ সীমার ৮১ সেঃ মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যার পানি বৃদ্ধি পাওয়ায় গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের পৌর শহরের পশ্চিম চারা মাথায় সড়ক ৩/৪ ফুট পানির নীচে ডুবে গিয়ে ছোট যানবাহন গুলি চলাচল বন্ধ হয়ে গেছে। সেই সাথে কাইয়াগঞ্জ নামক স্থানে নদী ভাঙ্গন চরম আকার ধারন করেছে । ভাঙ্গন এলাকায় দ্রুত ভাঙ্গন রোধের ব্যবস্থা না নেয়া হলে হয়তো বা সড়ক টি নদী গর্ভে বিলিন হয়ে গিয়ে গোবিন্দগঞ্জ - দিনাজপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ার আশংকা রয়েছে।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন