
গাইবান্ধার গোবিন্দগঞ্জের সার্বিক বন্যা পরিস্থিতি উন্নতির সাথে সাথে করতোয়া নদীর ভাঙ্গন তীব্র আকার ধারন করেছে।ইতিমধ্যই শতাধিক ঘর-বাড়ী সহ ফসলি জমি নদী গর্ভে বিলিন হয়েছে। জানা গেছে, গোবিন্দগঞ্জে বন্যার পানি দ্রুত কমতে থাকায় করতোয়া নদী ব্যাপক ভাঙ্গন দেখা দিয়েছে।ইতি নদীর করাল স্রোতে মধ্যই চকরহিমাপুর,খলসী,হাওয়া খানা,সমপাড়া,পার ধুনদিয়া,চর বালুয়া সহ বেশ কয়েকটি স্থানে ভাঙ্গন চরম আকার ধারন করেছে।খবর নিয়ে জানা যায় গত কয়েক দিনে ভাঙ্গন এলাকায় প্রায় শতাধিক বসত বাড়ী ও ফসলি জমি নদী গর্ভে বিলিন হয়েছে।নদী গর্ভে বিলিন হওয়া পরিবার গুলি ভিটামাটি হারিয়ে অসহায় হয়ে মানবেতর জীবন যাপন করছে।
এ দিকে পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়,হরিরামপুর ইউনিয়নের পার ধুনদিয়া গ্রাম রক্ষায় করতোয়া নদী ভাঙ্গন রোধে গত ৪ মাস আগে ৩ কোটি ৭৩লাখ টাকা ব্যয়ে পাইলিং কাজ পায় মেসাস বেলাল কন্সট্্রাকশন ভাঙ্গন কাজ শুরু করলেও শেষ পর্যন্ত ভাঙ্গনের হাত থেকে রক্ষা পায়নি প্রায় ৫০ টি পরিবার ।তবে ভুক্তভোগিদের অভিযোগ সঠিক সময়ে কাজ না করায় এ অবস্থা।
এ বিষয়ে গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী এ,বি,এম মাহবুবুর রহমান জানান, অনিয়মের বিষয়গুলি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে এবং নদীর পানি কমলে কাজ শুরু হবে।এদিকে নদী ভাঙ্গন কবলিত অসহায় পরিবার গুলি পথে, ঘাটে বসতভিটা হারিয়ে সরকারি সহায়তার দিকে তাকিয়ে আছে।
দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন