পূজা মন্ডপ পরিদর্শনকালে ভোট নিবেদন করলেন ইলিয়াস হোসেন বাবলু | Daily Chandni Bazar পূজা মন্ডপ পরিদর্শনকালে ভোট নিবেদন করলেন ইলিয়াস হোসেন বাবলু | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২০ ১৬:৫১
পূজা মন্ডপ পরিদর্শনকালে ভোট নিবেদন করলেন ইলিয়াস হোসেন বাবলু
আল ইকরাম বিপ্লব, জলঢাকা নীলফামারী প্রতিনিধিঃ

পূজা মন্ডপ পরিদর্শনকালে ভোট নিবেদন করলেন ইলিয়াস হোসেন বাবলু

সনাতন ধর্মাবলম্বী সকলের কাছে আশীর্বাদ চেয়ে ভোট নিবেদন করেছেন সাবেক সফল মেয়র ইলিয়াস হোসেন বাবলু। প্রতিদিনের মত সোমবারও অকাল পরিশ্রম করে পৌর শহরের বিভিন্ন ওয়ার্ডের জনগনের চাহিদা মেটাতে মরিয়া হয়ে পরেছে ওই সাবেক মেয়র। দল মত নির্বিশেষে পুনরায় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলের অংশগ্রহণ চেয়েছেন তিনি। শারদীয় দুর্গা পূজা শুরু থেকেই হিন্দু ধর্মী ভাই বোনদের দারে দারে গিয়ে দোয়া, আশীর্বাদ সহ আগামী পৌর নির্বাচনে পুনরায় মেয়র হিসেবে সকলের দৃষ্টিতে আসার আত্ম প্রকাশ ঘটান ওই জনসেবক ইলিয়াস হোসেন বাবলু। আগামী ডিসেম্বর মাসে জলঢাকা পৌরসভা নির্বাচনের আশ্বাস থাকলেও তা যেন চলতি অক্টোবর মাসে সবার মনে উত্তেজনা সৃষ্টি করেছে, মাইক্রো, কার, পিক-আপ, মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহনে ভোট চেয়ে অন্যান্য প্রার্থীদের টহল দিচ্ছে পৌর শহরের বিভিন্ন স্থানে।