![logo](https://dailychandnibazar.com.bd/assets/importent_images/logo.png)
বগুড়ায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে ১ কোটি ৩৬ লক্ষ টাকা মুল্যের প্রায় ১৪ লক্ষ পিস নকল ব্যান্ডরোলসহ ৩ জন গ্রেফতার হয়েছে। পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা হলো ,বগুড়া শহরের মাটিডালি বিমানমোড় এলাকার আব্দুল কুদ্দুস’র ছেলে সোহাগ ইসলাম (২৬),নিশিন্দারা মধ্যপাড়ার আনিছার সাকিদারের ছেলে জহুরুল ইসলাম(৩৮) ও জয়পুরহাটের কালাই উপজেলার ভোগইল পশ্চিমপাড়ার শাজাহান আলীর ছেলে ছানোয়ার হোসনে(৩৫)। বগুড়া পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম বার এর নিদের্শে বগুড়া ডিবি পুলিশের ওসি এমরান মাহমুদ তুহিনের নেতৃত্বে গতকাল বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে এস আই আলিজাহান,এস আই ফরহাদ,এস আই মনিরসহ ডিবির একটি চৌকস দল বগুড়া শহরের বাদুড়তলা প্রেসপট্টি শাহী প্রেস এলাকায় স্বপন সরদারের দোকানে অভিযান পরিচালনা করেন। এসময় ওই দোকান থেকে ১কোটি ৩৬ হাজার টাকা মুল্যের ১৩ লক্ষ ৯২ হাজার পিস নকল ব্যান্ডরোলসহ উপরোক্ত তিন জনকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে বগুড়া সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন