র্যাব-১২, বগুড়া ক্যাম্পের একটি আভিযানিক দল ২৯ অক্টোবর ২০২০ ইং তারিখ ২০.২০ ঘটিকার সময় বগুড়া জেলার সদর থানাধীন কলোনী বাজারস্থ ল্যাবএইড লিমিটেড (ডায়াগনষ্টিক) এর সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মধুসূদন মজুমদার (৩৪), পিতা-মনোরঞ্জন মজুমদার, সাং- মেঘাগাছা, থানা ও জেলা- বগুড়া’কে সর্বমোট= ৫৭০ (পাঁচশত সত্তর) পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ০৩ টি মোবাইল, ০৪ টি সীমকার্ড এবং নগদ ৩১০০০/- টাকাসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট বগুড়া জেলার বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল মর্মে জানা যায়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া জেলার সদর থানায় সোপর্দ করা হয়েছে ।